ক্র.নং |
সেবার নাম |
সেবা পেতে করনীয় |
অসুবিধা সমূহ |
সীমাবদ্ধতা |
১ |
মৎস্যচাষে পরামর্শ প্রদান |
মৎস্যচাষীদের উপজেলা মৎস্যঅফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে। |
মৎস্যচাষীদের শিক্ষা ও মৎস্যচাষবিষয়ক পর্যাপ্ত জ্ঞানের অভাব। প্রাথমিক পর্যায়ে মৎস্যচাষবিষয়কউন্নত প্রযুক্তি সমূহ গ্রহণে ঝুঁকি মনে করা। নতুন প্রযুক্তি গ্রহণে অনাগ্রহ। প্রয়োজনীয় জনবলের অভাব। |
|
২ |
মংস্য সম্পর্কিত লাইসেন্স প্রদানে সুপারিশ |
মৎস্যচাষীদের প্রয়োজনীয় কাগজ পত্রসহ উপজেলা মৎস্য অফিস বরাবর লিখিত আবেদন করতে হবে। |
প্রয়োজনীয় কাগজ পত্রের অভাব। |
|
৩ |
মৎস্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান |
মৎস্যচাষীদেরউপজেলা মৎস্যঅফিস বরাবর লিখিত আবেদন করতে হবে। মৎস্যচাষীদেরআধুনিক, উন্নত ও নতুন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী হতে হবে। |
প্রশিক্ষণে অংশ গ্রহণে মৎস্যচাষীদের সময়ের অভাব। প্রশিক্ষণ প্রাপ্ত প্রযুক্তি প্রয়োগে মৎস্যচাষীদের আর্থিক অস্বচ্ছলতা। অপ্রতুল প্রশিক্ষণ ভাতা। মৎস্যচাষীদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা। হাতে কলমে শিক্ষাদানে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রীর স্বল্পতা। |
সব মৎস্যচাষী এ সুবিধা পায় না। |
৪ |
প্রতিষ্ঠানিক জলাশয় ও প্লাবনভূমিতে মৎস্যপোনা অবমুক্তকরণ |
স্থানীয় কতৃপক্ষ বা মৎস্যচাষীদের উপজেলা মৎস্যঅফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে। |
পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা।
|
|
৫ |
মৎস্য ঋণ প্রদান |
প্রয়োজনীয় কাগজ পত্রসহ উপজেলা মৎস্য অফিস বরাবর লিখিত আবেদন করতে হবে। |
পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা। স্থানীয় প্রভাবমুক্ত থেকে যথাসময়ে প্রনয়নে সমস্যা।
|
সব মৎস্যচাষী এ সুবিধা পায় না। |
৬ |
মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা |
স্থানীয় কতৃপক্ষ বা মৎস্যচাষীদের উপজেলা মৎস্যঅফিস বরাবর লিখিত অথবা মৌখিক আবেদন করতে হবে। |
পর্যাপ্ত জনবলের অভাব। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস